সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলে দেখতে বেশ লাগে।
কিন্তু জীবনের সব ছন্দই কি সুরে বাজে
অথবা সব সুর জুড়ে যথার্থ ছন্দময়তা?
না! প্রগলভ হবো না।
বরং মেঘলা-ভাঙা রোদ্দুরে জড়িয়ে থাকে যে মায়া
তার টানটান উপত্যকা জুড়ে বিষণ্ণতা আঁকবো
দ্যুতিহীন চোখে আঁকবো মায়াকাজল
আর বন্দরে জাহাজ এসে পৌঁছালে
অপেক্ষা করবো পাটাতন নেমে যাওয়ার শব্দের।
কারণ পাটাতন-সিঁড়ি না নামালে
জাহাজ থেকে নেমে আসা যায় না,
যেমন যায় না ফেরারী রোদ্দুর থেকে মুখ ফিরিয়ে
জীবনের গ্রামোফোনে রেকর্ড বাজানো।
অতএব আজ আর মিছে কথা নয়
জ্বলজ্বল করুক শেষ স্বীকারোক্তি এই যে —
ভালোবাসাতে কিছু ভান ছিল
কিন্তু প্রেমে কোনও তঞ্চকতা ছিল না।
একটি মন্তব্য পোস্ট করুন