এতই যখন ব্যস্ত আমরা প্রতিবাদী সবাই
আশা করি থাকবে না পাপ ভবিষ্যতের সীমায়।
পুণ্যি হবে সস্তা বড়ো কলমী শাকের মতন,
যদি না হয় ভাবব সেটাই আসল প্রহসন।
কান্না তো সব ছবির দৃশ্যে গ্লিসারিনের ফোঁটা
দর্শকদের কাঁদিয়ে শেষে রুমাল আনতে ছোটা।
তারপরে শেষ দুঃখ ব্যথা বাস ধরতে গিয়ে
এটাই জীবন অসমতল বিষাদ-শৈলী নিয়ে।
সহজবোধ্য সত্য যেটা, সময়ের টান প্রবল
আজকে যেটা শিরোনাম, কালকে সেটাই অচল।
বলা যায় না হয়ত পরে দেখব গলির মোড়ে
আজকের ঐ হিংস্র শ্বাপদ একইভাবে ঘোরে।
আজকে যাদের দেখছি পথে, সেদিন তাদের কি
দেখব না কেউ অন্য রূপে সোনার বাসুকী?
সম্ভাবনা প্রবল কিন্তু বচন হলেও মধুর
স্বর্গলোকের অবস্থান যে অনেক অনেক দূর।
একটি মন্তব্য পোস্ট করুন