উৎসবের কাল হলে শেষ
ঢাকিরা সব ফেরে যে যার ঘরে
হিমেল হাওয়ায় শিরশিরানি ভাব
আসবে আবার বছর পেরিয়ে উৎসব এলে।
দুর্গাপুজো থেকে দীপাবলি আরও নামাবলী
একে একে নিভেছে ক্লান্ত যত বাতি
বাঁশ শাল খুঁটিরা ঘুমিয়ে হেমন্তের শিশিরে
নক্ষত্রেরা রাত জেগে চুপি চুপি কত কথা বলে।
আগুনের লেলিহান শিখা ডাকে আয় আয়
শীত যদি না কাটে শুধু চাদর কাঁথায়
শুয়ে পড় একে একে জ্বলন্ত চিতায়
ওরে উৎসবের কাল গিয়েছে চলে।
উৎসবের কাল হলে শেষ
শূন্য থেকে শুরু শূন্যতেই শেষ
পেয়েছিস যা তাতেই হ সুখী অশেষ
অপ্রেম হোক নতজানু প্রেমের পদতলে।
উৎসব ছুঁয়ে থাক প্রতিক্ষণে প্রাণে
গোলা ভরা থাক আনন্দের আঘ্রাণে
জীবনই সবচেয়ে বড় উৎসব জীবনে
এই বলে নক্ষত্রের দল যায় চলে।
নিঃশব্দে বিবর্ণ পাতারা ঝরে ইতিউতি
খবর রাখে শুধুই ডালে বসে দু'টি পাখি
একটি চুপচাপ দেখে আর শোনে
আরেকটি করে কিচিরমিচির ডানা মেলে।
একটি মন্তব্য পোস্ট করুন