চোখ - বিশ্বজিৎ সেনগুপ্ত



ঈশ্বর, অন্ধ হয়ে যদি জন্মাতাম

তাহলে কি যাবতীয় কুৎসিত দেখার

জ্বালা থেকে মুক্তি পেতাম!

 

মুখ থুবড়ে হোঁচট খাচ্ছে সভ্যতার আলো

শক্তির কালো চোখ অতঃপর ঢেকে দিচ্ছে

আলোর শব

 

শব আর ভূত হয় না বলে

মটকে দেয় না কালোর ঘাড়

 

উপরের চাকচিক্যে ঝলমলে ঝালর!

 

প্রাণহীন আলোর লাশ মাড়িয়ে হেঁটে যাচ্ছে

যুগান্তের অসংখ্য নধর...

 

চোখ থাকতেও আমার অন্ধত্ব

জন্মান্ধর চোখ বেয়ে নেমে আসা জলের দিকে

তাকিয়ে শেষমেষ মুখ লুকালো

 

অন্ধ হলেও প্রলয় বন্ধ থাকে না বলে

হা ঈশ্বর, চোখ দাও আর না দাও

দেখার ইচ্ছেটুকু দিও।

 

সে ইচ্ছেয় যেন জেগে ওঠে চোখে

দ্রোহের আলো... 

 

Post a Comment

নবীনতর পূর্বতন