সীমান্ত - সৌম্য ঘোষ

 

সীমান্তে থাকি, সন্তর্পণে থাকি

জানি বা মানি, আমি সীমান্তেই থাকি

চুপ করে দেখি অনুর্বর যাত্রা

কিচ্ছুটি বলতে পারি না, উর্বর পিছিয়ে আসছে ক্রমশ।

 

সকালে যে পাখিটা ডেকেছিল জানত না তার সীমান্ত

ঝপ করে গেল উড়ে, আর সাড়া নেই

ওটাই সীমান্ত।

 

সবাই কাঁটাতার এড়িয়ে চলে, আমরাও ছেড়ে ছেড়ে থাকি

বুকে জড়ানোর আগে দেখে নিই ঘাম

ফিফিস শব্দ ভেসে আসে, আমাদের সীমান্তের।

 

তুমি আসতে বলেছিলে কাল রাতে, জোছনা ভরা মাঠে

পারিনি, আমাদের চাঁদ ওঠেনি

মশাল হাতে মিছিল হচ্ছিল এখানে

তবে তোমাকে ঠিক চিনেছি মশালের ভিড়ে, সেই মুখ।

 

সীমান্ত সরে গেছে সীমান্তে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন