আলোর নিচে অন্ধকার চিরন্তন।
আলোও কখনো বিধ্বংসী হয়।
পাপের সম্যক আঁধার, লোভের অন্ধকার ঘর, নির্মুক্ত বীজ, শত্রুতা।
তবুও আলোর নির্বাণ এসে সত্যের পথে হাঁটে না।
চিতায় শেষ হয়ে যায় জীবনের লেনদেন,
যাপনের হিসেব নিকেশ।
ডজন দরে শিড়দাঁড়াও বিকিয়ে যায় কখনো।
চিতায় কেউ কেউ আহুতি দেয় নিজস্ব সাহস।
আগুন থেকে কখনো বেরিয়ে আসে কিলবিলে কেঁচো কীট।
খাবার টেবিলে মিশে যায় চা ও পাস্তার সম্ভারে।
এইসব খাদ্যময় পৃথিবী জানে কেমন পুড়ে যায় সহজপাঠ, বর্ণপরিচয়।
উন্মাদ শুধু বেঁচে ওঠে ঈশ্বরের মূর্তি ভেঙে।
একটি মন্তব্য পোস্ট করুন