বৃষ্টি পড়ছে পড়ুক
মনখারাপগুলো ঝর্ণার
ধারায় ঝরুক।
খানিক বৃষ্টি পড়ুক
তোমার অন্তঃকরণে।
মেঘ ডাকছে ডাকুক,
অভিমান জমানো
নোনা জল ঝরুক,
হাসি-কান্নার আড়ালে,
একনাগাড়ে বৃষ্টির শব্দে।
উথালি পাথালি
এক সমুদ্দুর দেহ মন।
নিশ্চুপ কথা,
আড়ালে আবডালে,
জাগায় আলোড়ন।
অতীত হাতড়াও
তুমি একমনে,
ভুলে যেও না
আকাশ মেঘের সখ্যতা
যুগ-যুগান্তরের।
রবিঠাকুর, শেষের কবিতা
অমিত-লাবণ্য
হারায়নি আজও।
রূপকথা হয়ে রয়েছে
মেঘে মেঘে আমজনতার মনে।
একটি মন্তব্য পোস্ট করুন