রাজনীতির পাশার দানে
মানবিকতা আজ শিকার,
তীব্র বিষের নাগপাশে
বন্দী সকল মানবাধিকার।
গণতন্ত্রের নামাবলি গায়ে
রাজার নীতি আজও ক্ষমতাসীন।
যেখানে তুমি আমি কেবলই প্রজা,
প্রজাতন্ত্র রঙিন মোড়কে পর্দানসীন!
তবু কিছু আঠারো-বিশ পথের মাঝে
বুকের মশাল জ্বেলে,
বিপ্লবকে নিয়েছে স্বেচ্ছায় বরে
সুখ যাপনকে ভুলে!
তাই বুঝি সেই মিছিলে জুড়েছে
আট থেকে আশি,
রাজ্য দেশ বিদেশ একসূত্রে বেঁধে
গণপ্লাবন নেমেছে আসি।
অধিকার ছিনিয়ে নেওয়ার তাগিদে
শপথ আজ সার্বজনীন,
সার্বিক গণতন্ত্র প্রতিষ্ঠায় তাই
রাজপথ মুখরিত রাত্রি-দিন।।
একটি মন্তব্য পোস্ট করুন