মরচে পড়া ধূসর কিছু ঘর বাড়ি
ইচ্ছে হলে মূলতানীতে সুর তুলি,
হিসেব করা গেরস্থালির দু'মুঠো
মেলানকোলিক প্রত্যাশাতে খড়কুটো!
সঙ্গে যাবে পরস্পরের ইচ্ছেরা
নিয়তিতেই ভিড়বে এখন অন্তরা,
মেলানকোলিক যাপন মাঝে প্রত্যাশা
খুঁজছে যেন নির্ভেজালের সত্যতা!
স্পর্শকাতর আলাপ চলে রাত্রিদিন
বোহেমিয়ান শব্দ হাঁটে ছন্দহীন;
রাত্রিগুলোর নিরুত্তাপেও স্পর্শেরা
খুঁজছে শুধুই নির্ভেজালের সভ্যতা!
একটি মন্তব্য পোস্ট করুন