বাইরে এখন বৃষ্টি পড়ছে জোরে
আমিষগন্ধে স্মৃতি হয়ে আছে ঘন
জানালার পাশে বসে আছি। মৃদুলণ্ঠন।
গোমেদ রঙের অদ্ভুত আলো ঘরে!
অনুমতিহীন ভিতরে ঢুকছে ছাঁট
শয্যায় তার লীলায়িত দেহ নিয়ে
আনমনে খেলে চলেছে চুলের সাথে
অথচ আজ কেন যেন স্পৃহা নেই
জানু ভেঙে ঐ মিথ্যে সমর্পণের
কাছে ধরা দিয়ে অলস জন্মে দাঁড়াই।
আজ যেন ঐ নির্জনতার দিকে
অতি সতর্ক কুকুর ডাকছে ঘেউ।
ইচ্ছে করছে অন্তত একবার
অন্ধকারের মুখোমুখি কিছুক্ষণ
দাঁড়িয়ে আমার মনের কথা কই।
একটি মন্তব্য পোস্ট করুন