নীল দ্রাঘিমারেখা ছুঁয়ে থাকে নশ্বর পৃথিবী,
তোমাকে খুঁজতে মহাসাগরীয় কিনারায় পৌঁছাই
ভালোবাসার ইতিবৃত্তান্ত বিনি সুতার মালা গাঁথা,
একে মিলে অথচ একাকী যেন স্বপ্নের আলতা ফড়িং
তোমাকে নিয়ে কমা পূর্ণচ্ছেদের মত
ব্যবধান দাবি করে এই মন,
ফেলে আসা একসাথে হাঁটা পথ -
হাতের আলতো ছোঁয়া -
বৃষ্টির স্বেচ্ছা বর্ষণ সব নিয়ে আবার তৈরি হয় গদ্য কবিতা,
প্রেমযাপনের মিথ্যা স্বীকারোক্তির কাছে
ঘেমো আবেদন অর্থহীন তা প্রমাণিত,
প্রজাপতি রঙয়ে ফিরে আসো না তুমি
তাই মৃত্যুতে তোমাকে দেখি আর তোমাতে মৃত্যু।
একটি মন্তব্য পোস্ট করুন