তমসাচ্ছন্ন - অর্পিতা ঘোষ পালিত



গরিবের বেঁচে থাকা গরাদে আটকে

ঘরবাড়ি সংসার ভাঙা কলসির ঠনঠনানি

বিধ্বস্ত জীবনে ভাগ হয় অধিকার

ঝুপ্পুস বৃষ্টিতে ভিজতে চাইলেও

পায় না জল থই-থই ভালোবাসা

নানা ভাবনার দোলাচলে রাত জাগে

সজারুর কাঁটার জ্বালাময় দ্বন্দ্ব দাপিয়ে বেড়ায় পুরো মাথাতে

দিন ও রাতের যোগফল শূন্য

চোখের জলের হাহুতাশ লুকায় লোকচক্ষুর আড়ালে 

ঠান্ডা হয়ে আসা রক্ত মাঝে মাঝে চলকে ওঠে চুল্লুর ঠেকে

মাতাল হয়ে সবকিছু ছারখার করে দেওয়ার

সে কি অনাবিল আনন্দ

মেঘে মেঘে কাটে বেলা, নেশা যায় কেটে

সূর্য যায় নিভে

Post a Comment

নবীনতর পূর্বতন