দুপুরের বিষাক্ত রোদটায়
শুকিয়ে যায় আশা ভালোবাসার কলি
তবুও সকালে আবার সমান লালিমা নিয়ে
আনন্দ হিল্লোলে দোলে
শিশিরস্নাত ফুলের দল।
সাহারার রুক্ষ ভূমিতে হাঁটতে হাঁটতে
ফোস্কা পড়ে পায়ে --
তৃষ্ণায় ফেটে যায় বুক
তবুও পথিককে আমন্ত্রণ জানায়
একচিলতে মরুদ্যান,
রুক্ষতার মাঝে আনে
কোমলতার মায়াময় ছোঁয়া!
জীবনটাও চলে জেনো একই নিয়মে
কখনও বেদনাভরা বিষাক্ত নিঃশ্বাস
কখনও বা বয়ে যায় মলয় বাতাস
আশার তারাটা জ্বলে
দূরের ওই নির্মেঘ আকাশে।
মেঘশেষে রঙ ছড়ায়
জীবনের রামধনু অপূর্ব শোভায়।
একটি মন্তব্য পোস্ট করুন