এইমাত্র শেষ ট্রেনটা ছেড়ে চলে গেল।
বেলাশেষের ইসটিশনে, অপরিচয়ের –
ছায়া মাখা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি,
হারিয়ে যাওয়া চলমান রেলগাড়ির - - -
বিলীয়মান ছবি, আঁকবার নীরব অপেক্ষায়।
বিন্দুমাত্র তাড়া নেই, নেই কিছু হারাবার।
কোথা - কবে ভেসে গেছে পলাশের বন,
আদুরে আবির মাখা — মধুর কিন্তু
মায়াবী সেই রক্তিম মায়ার কাজল।
ভালবাসার সাঁকোটাকে কবেই তো —
এসেছি ফেলে পিছে - - - - বহুদূরে,
প্রায় ছায়াছন্ন আঁধারে—কুয়াশায়।
কিসের আর প্রয়োজন অতশত খবর রাখার
কে এল, কে গেল — তোয়াক্কা কিসের ?
তাই বিনম্রে বলি - - - সত্যিই তো
কারও কাছে জবাবদিহির কিছু নেই।
পাইনগাছের মত একাকী দাঁড়িয়ে আছি,
স্যাঁতস্যাঁতে শেওলার প্রাচীন গন্ধ মেখে গায়—
অপেক্ষায় আছি এক অজানা ছন্দের, সুরের,
যেন অগভীর নদীর বুকে শিলাখন্ড সম - - -
স্থিতধী স্মৃতিরা, ঝর্ণার রিম-ঝিম জলতানে—
জনহীন প্ল্যাটফর্মে, টুং-টাং সেতার বাজায় ।।
একটি মন্তব্য পোস্ট করুন