হেমন্ত আসেনি - বিবেক পাল

 

হেমন্তে শরতের রেশ--

বাতাসে শিউলি ছাতিমের সুঘ্রাণ ,

দুর্বাদলে শিশির ।

 

শিরশিরে শীতল বাতাস অনুভবে

মুদে আসে দু'নয়ন –

প্রশান্তিতে ভরে হৃদয়ের বন ।

 

পশ্চিম দিগন্ত রাঙিয়ে সূর্য যায় পাটে

নিঃশব্দে রাত আসে

আকাশপারে নক্ষত্রেরা জেগে ওঠে।

 

জোনাকের ঠান্ডা-আলোয় আলোকিত

শ্যাম বনানী , ঝিঁঝিঁ ডাকে ঝোপঝাড়ে

নির্জনতা সঙ্গী করে ।

 

আলো ছায়ায় মায়াজালে

ভেসে যায় আমার আহ্বান

স্বপ্নেরা হামাগুড়ি দিয়ে এসে বসে শিয়রে ।

 

" শরীর রয়েছে ,

তবু মরে গেছে আমাদের মন !

হেমন্ত আসেনি মাঠে  ,

হলুদ পাতায় ভরে হৃদয়ের বন ।"

 

Post a Comment

নবীনতর পূর্বতন