সে-ই - পাপু মজুমদার


সেদিন ঘুম ভেঙে দেখলাম

আলোর পাশে

আমি নেই,

লুকনো ইচ্ছেরাও

পালিয়ে গেছে

ডাল ভাতের কিছু গল্প

চারদিকে ছড়িয়ে আছে!

কেন সে বন্যতায় বিশ্বাসী

তাকে খুঁজতে গিয়ে

আমি আজ শুধুই

আলোহীন একমুঠো

হাহুতাশ যেন!

সাহিত্যের প্রেমে নয়,

কবিতার নেশায় ডুবে আছে

আমার কিছু আমি

আর কিছু মনখারাপ!

নায়কের চরিত্রে অন্য কেউ

ঘুমের পোস্টকার্ডে লেখা –

হাতে হাত,

ঠোঁটে ঠোঁট মেখে

সে হারিয়ে গেছে

অন্য কারো সাথে

যার উপস্থিতি এ গল্পের চোখে

ঠিক যেন

নির্বাক চলচ্চিত্রের মতো!

আছে তবুও নেই

আমার হলুদ পাখির ঠিকানা

এখন থেকে সে-ই!

Post a Comment

নবীনতর পূর্বতন