দেবীপক্ষ - রূপালী রায়


ভাবনার শূন্যে এঁকেছি যত গল্প

একে একে বন্দী সব

চার দেওয়ালের কক্ষে।

যে দূরত্বে সময় গেছে চলে

আকাশটা ক্রমশ হচ্ছে ছোট

স্বপ্নের জাল থেমে গেছে োনা

মানুষ থেকে বেশি

হয়েছি নারীতে পরিণত।

বুকে জমা সব কথা

অপ্রকাশ্য জটিল ব্যথা

চাপা পড়ে গেছে সে কবেই

চারপাশে চেয়ে দেখি

দখলে গেছে সমস্ত জমি

ইচ্ছে ছিল খুব আঁকড়ে ধরে বাঁচবার

 

Post a Comment

নবীনতর পূর্বতন