দিনের শেষে - শান্তনু গুড়িয়া


 জীবনের সমস্ত রস নিংড়ে নিচ্ছে জীবিকা।

 কায়ক্লেশে কেটে যাচ্ছে দিন।

 বুকের ভিতর পাহাড় ডিঙানোর প্রত্যয় আজও থমকে।

 কবেকার নুড়ি-পাথর আর শ্যাওলায় জীর্ণ নদী

 আকাশ পাতাল স্বপ্ন সম্ভাবনার কথা ভেবে ভেবে

 নিজেকে টেনে হিঁচড়ে চলেছি কোথায়?

 দিনশেষের মরা আলোয় বিষণ্ন নদীতীরে একা

 ধুকপুক প্রাণে তবু আশা, একদিন তোমার পাব দেখা।

 

Post a Comment

নবীনতর পূর্বতন