ট্রাফিক জ্যামের ধোঁয়ায় ঠাসা,
স্বপ্ন যে যায় প্রকাশ হতে,
ঠায় দাড়িয়ে আমিও দেখি
আসতে চলা বসন্তকে।
আজকে অসুখ কালকে ক্ষুধা,
পরশু আবার বড্ড প্রবীণ,
তোমার আমার সব আলাদা,
মিলটা শুধুই হিমোগ্লোবিন।
যুদ্ধগুলো থাক না ডুবে,
কামানগুলোও মিথ্যেবাদী;
তোমার আঙুল ছুঁয়েই বলে,
ওসব যেন পাত্তা না দিই।
ঝড়গুলো সব থামলে পরে
ভাসবে আবার প্রেমের সকাল,
তোমার আমার থাকবে পড়ে
শিশির ভেজা উপত্যকা।
একটি মন্তব্য পোস্ট করুন