একটা তারা, বাঁধনহারা
আকাশ জুড়ে অবাধে তার ছুট,
একফালি মেঘ, আলগা আবেগ,
আমায় পাঠায় বিষণ্ণ চিরকুট।
একটা তারা, দিচ্ছে সাড়া
একলা ছাদে ডাকছিল কেউ তাকে,
একনদী জল, ঢেউ টলমল,
লজ্জা পাওয়ায় আদুরে আয়নাকে।
একটা তারা, বলছে দাঁড়া,
অন্ধকারে পথ ভুলে যাস যদি,
বাতাস তখন, খেয়াল মতন,
ঠিকানাহীন বইছে নিরবধি।
হঠাৎ কেমন, ছন্দপতন
কাঁপন লাগে রাত্রির কার্নিশে,
মনের খাঁচায়, বিরুদ্ধতায়
শোকসন্তাপ রক্তে যাচ্ছে মিশে।
এ কোন্ তারা, লাগামছাড়া,
জ্বলছে পুড়ছে অবাধ্য পাগলামী,
কালের বিবরে, সেও খসে পড়ে,
দহন গহীন শব্দ শুনছি আমি।
গুনছে প্রহর, কৃষ্ণ গহ্বর,
আলোভুক স্রোত বয়ে চলে আঁধারেই,
আমি অসহায়, সে শূন্যতায়
আমার আর কোন নিজস্ব তারা নেই।
একটি মন্তব্য পোস্ট করুন