পান্ডুর চাঁদ জেগে থাকে রাতে
শহরের দুর্গন্ধ ছড়ায় বাতাসে
ক্ষুধার্ত মানুষ কাটায় ফুটপাথে
চাঁদ মিলায় ভোরের আকাশে।
মানুষের মরা গন্ধ এসে লাগে নাকে
এইসবে আমাদের ঘটে না ভাবান্তর
ফুলের সুগন্ধ ঢাকতে পারে না তাকে
ভেবে দেখে একবার কাঁপে না অন্তর।
সূর্য জ্বলে পোড়াতে আবর্জনা যত
পুড়েও পোড়ে না যেন তারা হায়
আবর্জনাগুলি যেন আমাদের মত
পৃথিবীতে যত পারে দুর্গন্ধ ছড়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন