অন্য জীবনের উৎসবের ছবি - উৎপলেন্দু দাস


অন্য জীবন বাস করে প্রাত্যহিক জীবনের ভিতরে

নিত্য যাপনের অচেনা ভিড়ের মাঝে যায় না জানা,

ঠেলে নিয়ে যায় বহমান নদীর খরস্রোত

কখনো টেনে নেয় দিগন্ত ছাড়িয়ে দৃষ্টির ওপারে।

 

জনপদে জগৎ জোড়া মেলায় ব্যস্ত ঘোরাঘুরি

শুধুই কালের আবর্তে অনুবর্তনে পাক খাওয়া,

নদীর সর্পিল গতি পথ খুঁজে নেয় চলার

তবুও পাহাড় পেরিয়ে উজানে দেয় না পাড়ি

 

চারধারে ছড়িয়ে ছিটিয়ে জীবনের কলকাকলি

সাঁঝবেলার পাখিদের মত কুলায় ফিরে আসে,

চাঁদ ওঠে মায়ায় জড়াবে বলে আবছা আলোয়

একে একে ফুটে ওঠে রাতের রজনীগন্ধাগুলি

 

জীবন জেগে রয় নিঝুম মধ্যাহ্নে, গভীর নিশীথে

ঘুমায় না বিভ্রান্তি দ্বন্দ্ব, নিজস্ব অবকাশে তবু

যদি ডাক ভেসে আসে ফেরিওয়ালার গলায়

অশক্ত পাখা চায় ভুলে যাওয়া ছন্দে ডানা ঝাপটাতে

 

জীবন মরণের গল্পে নানা রঙে ছবি আঁকা থাকে

হলুদ পাতায় ক্রমাগত পোকা কেটে যায় সুড়ঙ্গ,

সীমিত ক্যানভাসে অজস্র আঁকিবুকির মাঝে তাই

অন্য জীবনের উৎসবের ছবি ক্রমাগত হাত নেড়ে ডাকে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন