চোখ ভেঙে নেমে আসে
নিস্তব্ধ আধো অন্ধকারময় ঘুম
জেগে থাকে শুধু পাড়ার
ল্যাম্পপোস্ট ঘিরে মধ্যরাত
আর অপ্রাপ্তির গনগনে আগুন I
জাগে নিয়ন আলোর ছটা
ঝলসানো রূপের মাধুর্যে
ভিড়ের আড়ালে....
পুড়ে যায় বাকি সব -
না পাওয়ার অভিমানে।
ছাই হয়, উড়ে যায়, ফেলে আসা দিন
মহার্ঘ কষ্ট জমা হয়, চুঁইয়ে পড়ে
বুকপকেটে সস্তার ডট পেনে।
একটি মন্তব্য পোস্ট করুন