তোমার ঠোঁটের ছাপ লেগে থাকা চায়ের কাপ ঠোঁটে তুলে
বালিশের বুকে আটকে থাকা তোমার চুলের গন্ধ শুঁকে
ফিরে পেতে চাই তোমার উত্তাপ,
জাগাতে চাই পুনর্বার তোমার স্মৃতিকাতরতা।
তোমার পায়ের চিহ্নে চিত্রিত ওই পাপোশ...
তুমি তো করোনি কোনও আপোষ –
শুধু এলোমেলো কিছু মুহূর্ত চুরি করে
উড়ে গেছ তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে ।
আমারও কি বিশ্বাস ছিল কোনওদিন ভবিতব্যে !
নামহীন দামহীন বেদনার কথামালা গুমরে ওঠে শুধু
সন্দেহ ও অবিশ্বাসের উপশমহীন অসহ্য যন্ত্রণার গর্ভে।
একটি মন্তব্য পোস্ট করুন