স্নিগ্ধ জলে ভিজে গিয়েছে শরীর,
হিমাঙ্কের নিচে পারদের অবস্থান জেনেও
ঘাম মুছতে হয়েছে কঠিন ঘেরাটোপে,
সরলতার মুগ্ধ অবয়বের সুচারু শিল্পে
বাহারি সাজে আর, প্রেমের উপাখ্যানে।
যৌন কামনায় অধীর আগ্রহে প্রেমকে আলিঙ্গন করে
উড়ন্ত চিলের চোখ এড়িয়ে ঘুমিয়ে পড়েছি কোলের উত্তাপে আঁচলের খোঁজে।
বাসি ঘরে শুকনো ফুলের মালা হাতে
দিন পার করেছি দগ্ধ হৃদয়ে।
তবুও সেখানে কোনো অধিনায়ককে শূন্যতার
খাতা দেখাবার প্রয়োজন হয়নি কখনো।
সভ্যতার আড়ালে সীমাহীন কামনা নিয়ে
ভালোবাসার কবিতা লেখা গেলেও,
মানুষের পরিচয়ে ভুল কিছু নিয়মের ব্যতিক্রম হয়নি কখনো।
একটি মন্তব্য পোস্ট করুন