ফুরিয়ে গেলে দিন, সূয্যি গেলে পাটে —
বন জ্যোৎস্নায় – নিস্তব্ধ দাঁড়িয়ে থাকি একা।
মৃগ-নাভির গন্ধে পাগলপারা ...
হয়ে যেতে – চাই যে আপনপারা,
যাই হারিয়ে — সূয্যি ডোবার ঘাটে।
হারিয়ে গিয়ে আবার খুঁজে পাই,
হারিয়ে যাওয়া হয়নি আমার তাই।
ভেবেছি,হতেই পারি — স্বপ্নহীন,স্মৃতিহীন কায়া !
কিংবা উষার প্রথম আলো, সোনালি স্বপ্নমায়া !
মাঝে মাঝে — শূন্য থেকে পাখা মেলে ...
চেয়েছি জন্ম দিতে ... নতুন এক উড়ানের ভেলা,
তাইতো নতুন করে হোক শুরু, মন প্রকৃতির খেলা।
আজ বুঝি, — নবরূপে সৃষ্টিকে খুঁজে পেতে
হারিয়ে যাওয়াটা কি ভীষণ জরুরি এখন !
আমি যে জীবনকে বারবার আবিষ্কার করতে চাই,
কুয়াশার মত নিজেকে বিলিয়ে, ছড়িয়ে দিতে চাই,
কামিনী ফুলের গন্ধ মেখে রাতভর জেগে রই —
খুঁজে হন্যে হই ... ভালোবাসার অধরা মাস্তুল,
জানি না, হয়তো এ আমার মস্ত বড় ভুল ...
তাই বুঝি, বারে বারে দিয়ে যাই ভুলের মাশুল।।
একটি মন্তব্য পোস্ট করুন