ধরো যদি – ইন্দ্রজিৎ মণ্ডল


 

   ধরো কোনো এক মায়াবী সকালে 

তুমি আছো গভীর নিদ্রায়

তোমাকে না জানিয়ে আমি গেলাম চাষে

তুমি পাগলিনী ঘুম থেকে উঠে আমায় না পেয়ে

চারিদিকে খুঁজবে তন্ন তন্ন করে আমায়

শেষে মাঠে দেখতে পেয়ে তুমি কি ধরবে জড়িয়ে ?

ধরো বেলা গেছে হয়তো অনেক গড়িয়ে

আমি ব্যস্ত মাঠে চাষের কাজে আমার

তুমি কিছুটা বিরক্ত হয়ে আনবে খাবার বয়ে?

ধরো কোনো এক রৌদ্র বিকালে

আমি ঘামছি প্রচণ্ড উষ্ণতায়

তুমি কি ঘাম দেবে মুছে শাড়ির আঁচলে

ধরো তুমি হয়তো আছো প্রচণ্ড রেগে

যদি বলি তখন বড্ড ভালোবাসি তোমায়

তুমি কি তখনও থাকবে রেগেনাকি নেবে কাছে টেনে?

ধরো কোনো এক অসুস্থ দিনে তুমি আছো শুয়ে

আমি যদি কপালে হাত দিই ছোঁয়ার বাহানায়

তুমি কি বকবে নাকি বলবে কিছুক্ষণ পাশে থাকতে?

 ধরো কোনো এক শিশির ভেজা সকালে

শিশির কুড়িয়ে গালে যদি ছোঁয়াই

তুমি কি গালখানা ছোঁয়াবে আমার গালে?


 

Post a Comment

নবীনতর পূর্বতন